নিজস্ব প্রতিবেদক »
চট্গ্রামসহ সারাদেশে গতকাল রোববার পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। দীর্ঘদিন পর ঈদ উদযাপন চেনা রূপে ফিরেছে।
রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে বন্দরনগরীর প্রধান ঈদ জামাত হয়। ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। একই স্থানে দ্বিতীয় জামাত হয় সকাল ৮টা ৪৫ মিনিটে।
শিক্ষা উপমন্ত্রী ও কোতোয়ালি আসনের এমপি মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ এ মসজিদেই ঈদের নামাজ পড়েন।
চট্টগ্রামের মেয়র এম রেজাউল করিম চৌধুরী প্রতিবারের মত নিজ এলাকায় বহদ্দারবাড়ি শাহী জামে মসজিদে ঈদের নামাজ পড়েন।
এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় ঈদুল আজহার জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমান।
এছাড়াও নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে বিভিন্ন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং করোনাভাইরাস সংক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করা হয়।
ঈদুল আজহার সকালটা ব্যস্ততায় কেটেছে নগরবাসীর। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি শুরু হয় সকাল থেকেই। পাড়া-মহল্লার অলিগলি এবং ভবনের নিচে পশু কোরবানি দেওয়া হয়।
দুপুর থেকেই চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পরিচ্ছন্নতা কর্মীরা কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করে।