পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

ব্রিটেনের রাজনীতিতে অস্থিরতা

সুপ্রভাত ডেস্ক »

মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বিতর্কিত ‘মিনি-বাজেট’ নিয়ে চাপের মুখে বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের বাইরে এ ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসির।

এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান লিজ ট্রাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকে তার পদত্যাগে চাপ সৃষ্টি করেন দলীয় আইনপ্রণেতারা। এ অবস্থায় আগামী সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ঘোষণায় জানান লিজ ট্রাস। আইনপ্রণেতারা একমত হয়েছেন যে আগামী সপ্তাহের মধ্যে নেতৃত্বের নির্বাচন হবে। লিজ ট্রাসের উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে যাবেন। খবর বাংলাট্রিবিউনের।

ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে তিনি আরও বলেন, আমি ব্রিটিশ রাজা চার্লসকে পদত্যাগের বিষয়টি জানিয়েছি।