নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
টানা তিন ম্যাচে জয়ের পর চতুর্থতে এসে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা পয়েন্ট নষ্ট করার দিনে তাদের সতীর্থ শতদল ক্লাব প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় অনুপ বিশ্বাস সিজেকেএস সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে গতকাল দিনের ১ম খেলায় দু দফা পিছিয়ে থেকে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ২-২ গোলে বাকলিয়া একাদশের সাথে ড্র করতে সমর্থ হয়। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৮মিনিটে প্রহ্নলা সিং ও রাশেদের পা ঘুরে গোলমুখে শূন্যে ভাসানোর বলে বুদ্ধিমত্তার সাথে টোকা দিয়ে বাকলিয়ার জাহাঙ্গীর আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন। ১৬ মিনিটে পেনাল্টি থেকে পটিয়ার নিকসন চাকমা গোল করে সমতা আনেন। এরপর ২৩ মিনিটে আবারও রুবায়েতের গোলে বাকলিয়া এগিয়ে যায়। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের এ গোল। ৩০ মিনিটে মুসা দুর্দান্ত হেডে জালের ঠিকানা খুঁজে পেলে আবার সমতায় আসে। শেষ পর্যন্ত এই ফলাফলে খেলা শেষ হয়। এ পর্যন্ত ৪ ম্যাচ শেষে পটিয়া ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বাকলিয়া ৪ খেলায় ৪ পয়েন্ট। রাতের খেলায় ১৮ মিনিটে দিদারুল ইসলাম সৈনিকের গোলে শতদলকে পরাজিত করে কর্ণফুলী ক্লাব। দীর্ঘক্ষণ চেষ্টা করেও সমতা আনতে পারেনি শতদল। ৪ ম্যাচ থেকে কর্ণফুলীর ৮ পয়েন্ট ও শতদলের ৯ পয়েন্ট। ম্যাচসেরা পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা মো. মুছার হাতে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর এমএ কাসেম। অপর খেলায় দিদারুল ইসলাম সৈনিকের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সুমন দে। আজ একমাত্র খেলায় কল্লোল সংঘ ও আগ্রাবাদ নওজোয়ান ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে (বিকাল-৩টা)।