’নিজের ওপর নির্ভর করছে চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তার নামটাই এত বিশাল, এত প্রভাবশালী যে, টাইগার এই অলরাউন্ডার কিছু চাইলে তাকে না করার সুযোগ নেই বিসিবির। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের আগে গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

করোনা ইস্যুতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে প্রায় ছিটকেই গিয়েছিলেন সাকিব। কিন্তু গতকাল (১৩ মে) সকালে জানা যায়, করোনা নেগেটিভ হয়েছেন তিনি। ফলে দলের সঙ্গে গতকাল রাতেই যোগ দিয়েছেন, আজ অনুশীলনে নামবেন। খবর জাগোনিউজের

এই মুহূর্তে শ্রীলংকার বিপক্ষে সাকিবের খেলা, না খেলা নির্ভর করছে এই ক্রিকেটারের ইচ্ছার ওপর। এমনটাই জানিয়েছেন পাপন। প্রথম টেস্টে সাকিবকে পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ও যদি খেলতে চায়, তাহলে ডেফিনিটলি সে খেলবে। ওকে না করার তো কোনো সুযোগ নেই।’

এরপর তিনি আরো বলেন, ‘সাকিবের ইচ্ছার ওপর নির্ভর করছে সে খেলবে কি না। সে অনুশীলন করুক। অনুশীলন শেষে সাকিব যদি মনে করে, সে খেলতে পারবে, তাহলে সে আমাদেরকে বলবে। এরপর ফিটনেস ট্রেনার যদি ক্লিয়ারেন্স দেয়। আমাদের কোনো সমস্যা নেই, ডেফিনিটলি সে খেলবে।’