নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টিতে দুটি স্থানে পাহাড়ধসে হতাহতের ঘটনা ঘটেছে। নগরের আকবরশাহ থানার ১ নম্বর ঝিল বরিশালঘোনা ও ফয়’স লেক লেকভিউ আবাসিক এলাকায় পৃথক পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে।
বরিশালঘোনায় নিহত ব্যক্তিদের মধ্যে একটি পরিবারের দুই বোন রয়েছেন। তাঁরা হলেন—মাইনুর আক্তার (২০) ও শাহীনুর আক্তার (২৪)। শাহীনুরের যমজ শিশুসন্তান মায়ের বুকে ঘুমিয়ে থাকায় অলৌকিকভাবে বেঁচে গেছে।
ফয়’স লেক লেকভিউ আবাসিক এলাকায় নিহত ব্যক্তিরা হলেন—লিটন (২৩) ও ইমন (১৪)।