করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আ জ ম নাছির উদ্দিন প্রদত্ত উপহার সামগ্রী ৯ আগস্ট দেওয়ান বাজার ওয়ার্ড কার্যালয়ে বিতরণ করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিতরণ করেন দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোতোয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মুহিবুল্লাহ চৌধুরী, সুফিয়ান সিদ্দিকী, আবদুল্লাহ আল হারুন, আবদুল্লা আল মামুন, ইকবাল বাহার চৌধুরী, ওয়ার্ড সচিব মোতাহের হোসেন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ও যুবলীগের নেতা মো. জহির উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, মো. শহীদ, আলোড়ন বিশ^াস ফ্লাওয়ার, হিমেল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর



















































