চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির এক সভা গতকাল বিকেল ৪টায় সংগঠনের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু চট্টগ্রামকে ভালবাসতেন। বঙ্গবন্ধুর ন্যায় জননেত্রী শেখ হাসিনাও চট্টগ্রামকে ভালবাসেন এবং তাঁর নেতৃত্বেই চট্টগ্রামে মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হচ্ছে। দেশে ৪টি উপজেলা নিয়ে জেলা গঠিত হলেও দক্ষিণ চট্টগ্রামে ৮টি উপজেলা ও ৫টি পৌরসভা থাকা সত্ত্বেও এখনো জেলা করা হয়নি। শেখ হাসিনা সরকারের আমলে জেলাভিত্তিক যে ব্যাপক উন্নয়ন হচ্ছে, পৃথক জেলা না হওয়ায় দক্ষিণ চট্টগ্রাম অনেক কিছুতে উপেক্ষিত হচ্ছে। চট্টগ্রাম শহরে হেড কোয়ার্টার রেখে দক্ষিণ চট্টগ্রামকে একটি আলাদা জেলা করা এখন সময়ের দাবি। যাতে করে ভবিষ্যৎ প্রজন্মরা দক্ষিণ চট্টগ্রাম নামে একটি আলাদা জেলা পায়। দক্ষিণ চট্টগ্রামকে পৃথক জেলা করার জন্য সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
সভায় আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় মোছলেম উদ্দিন আহমদ এমপি পবিত্র ওমরাহ পালনে বিদেশ থাকাকালীন সময়ে সাংগঠনের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি এস এম আবুল কালাম, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বোরহান উদ্দিন এমরান, অ্যাডভোকেট আবদুর রশিদ, নুরুল আবছার চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুল হক, আবদুল কাদের সুজন, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, বিজয় কুমার বড়ুয়া, মো. নুরুল আলম, এম এ মোতালেব, আ ক ম সামশুজ্জামান চৌধুরী, ওমর ফারুক চেয়ারম্যান, চেয়ারম্যান নাছির আহমদ, দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ছিদ্দিক আহমদ বি.কম, আয়ুব আলী, বিজন চক্রবর্ত্তী, মাহবুবুর রহমান শিবলী, এ কে আজাদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর প্রমুখ। বিজ্ঞপ্তি
দক্ষিণ চট্টগ্রামকে আলাদা জেলা করা সময়ের দাবি
সভায় বক্তারা