নিজস্ব প্রতিবেদক »
মাইলেজ ভাতার দাবিতে গড়ে ওঠা আন্দোলন কর্মসূচি প্রধানমন্ত্রীর আশ্বাসে স্থগিত করেছেন রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদের নেতারা।
গতকাল রাত ১২টার পর থেকে সারাদেশে ট্রেন পরিচালনা বন্ধের হুমকি দিয়েছিলেন ট্রেন পরিচালনায় জড়িত কর্মচারীরা। রেল সচিবের সঙ্গে বৈঠক শেষে গতকাল রোববার রাত ৮টার দিকে কর্মসূচি স্থগিত করার বিষয় সুপ্রভাতকে নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুজিবর রহমান।
তিনি বলেন, ‘দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী মৌখিক আশ্বাস দেন। পরবর্তীতে রেলসচিবের সঙ্গে দীর্ঘ ৫ ঘণ্টা বৈঠক হয়। তিনি আমাদের লিখিত আশ্বাস দেন।
তিনি আরো বলেন, ‘আমরা কার্যকর মিটিং করেছি রেল সচিবের সঙ্গে। আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। তাই আমাদের আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে। রেল ও অর্থ মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ে পেনশনে আগের মতো মাইলেজ সুবিধা পুনর্বহাল করবেন বলে সচিব আমাদের আশ্বস্ত করেছেন। এ ছাড়া গত বছরের ৩ নভেম্বরের আগে যে সব রানিং স্টাফ অবসরে গেছেন তাদের আগের নিয়ম অনুযায়ী পেনশন (মাইলেজ ভাতাসহ) আগামীকাল থেকে নিষ্পত্তি করার বিষয় আমাদের নিশ্চিত করা হয়েছে। যদি আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে আমরা আন্দোলনে যাব।’
উল্লেখ্য, ২০২০ সালে আইবাস পদ্ধতি (বেতন প্রদানের ডিজিটাল পদ্ধতি) যুক্ত হওয়ার পর থেকে মাইলেজ (রানিং অ্যালাউন্স) পাচ্ছে না ট্রেন চালকরা। তখন থেকেই এ বিষয় নিয়ে আন্দোলন করে আসছেন ট্রেন পরিচালনার সাথে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা। রানিং স্টাফ নামের সংগঠনের এই ব্যানারে ট্রেন চালক ছাড়াও গার্ডস কাউন্সিল ও টিটিই’জ অ্যাসোসিয়েশন রয়েছে।
গত ১৭ জুন রেলওয়ে মহাপরিচালকের সঙ্গে রানিং স্টাফ কর্মচারী সমিতির দ্বিপাক্ষিক বৈঠকে তা সুরাহার আশ্বাস দেয়া হয়। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি দেয়া হলেও মাইলেজ সমস্যার সুরাহা হয়নি। ফলে গত ২৭ জানুয়ারি এক সমাবেশে সংগঠনের নেতারা ঘোষণা দেন, মাইলেজ সমস্যা নিরসন না হলে ৩১ জানুয়ারি থেকে ট্রেন পরিচালনা কার্যক্রম বন্ধ থাকবে।
ট্রেন চালকদের কর্মসূচি স্থগিত
মাইলেজ মেনে নেয়ার আশ্বাস