নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে আবারো জয়ের ধারায় ফিরেছে চসিক একাদশ। গতকাল ঘটনাবহুল খেলায় তারা ৩-২ গোলে নবাগত মাদারবাড়ী উদয়ন সংঘকে পরাজিত করে দ্বিতীয় জয় পেয়েছে বর্তমান রানার্সআপরা। ৩ খেলায় তাদের পয়েন্ট ৬। আর উদয়নের ৩ খেলায় ৪।
প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হলে দ্বিতীয়ার্ধে দুই দলই অনেকটা বল প্রয়োগ করে খেলতে থাকে। তাই রেফারিকে একাধিক হলুদ কার্ড প্রদর্শন করতে হয়েছে। খেলার ৪ মিনিটে বোরহানের পাস থেকে জিল্লুর জালে বল পাঠিয়ে চসিক একাদশকে এগিয়ে নেন (১-০)। অব্যাহত চেষ্টার পর ৪৪ মিনিটে সমতা আনতে সক্ষম হয় উদয়ন। ডানপ্রান্ত থেকে আরিফের ক্রস গোলমুখে পেয়ে দর্শনীয় শটে সাকিব জালের ঠিকানা খুঁজে পান (১-১)। এরপর দ্বিতীয়ার্ধে ৫ মিনিটে চসিক একাদশের বোরহানকে পেনাল্টি বক্সে ফাউলের দায়ে রেফারি বিটু রাজ পেনাল্টি দেন। কিন্তু উদয়ন সংঘের খেলোয়াড়ের প্রতিবাদের মুখে রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে বক্সের বাইরে ফ্রি-কিকের নির্দেশ দিলে ক্ষোভ প্রকাশ করতে থাকে চসিক খেলোয়াড়রা। এ অবস্থায় ১০ মিনিট খেলা বন্ধ ছিল। পরে সিদ্ধান্ত মেনে তারা খেলায় ফিরে আসেন। ২৩ ও ৩৩ মিনিটে তাদের কংকর বিশ^াস পরপর দুই গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন। ৫ মিনিট পর উদয়নের অধিনায়ক নাসির বল জালে পাঠালে ব্যবধান ৩-২ হয়। শেষ পর্যন্ত এ অবস্থায় খেলা শেষ হয়। ১৫ মিনিট অতিরিক্ত সময় দেয়া হয়। ম্যাচসেরা চসিক একাদশের জিল্লুরের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. আবুল হাশেম । আজকের খেলায় দুই প্রতিবেশী ও অফিস দল কাস্টমস ক্লাব ও চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।