জাতীয় পার্টি প্রার্থী সামশুল আলমের মনোনয়নপত্র জমা

১০ আসনে উপনির্বাচন

চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের উপনির্বাচনে গতকাল জাতীয় পার্টির প্রার্থী সামশুল আলমের মনোনয়নপত্র চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের নিকট জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর জাপা সভাপতি সোলায়মান আলম শেঠ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নগর জাপা সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন, নগর জাপার সহসভাপতি আবু জাফর মাহমুদ কামাল, সাংগঠনিক সম্পাদক কে এম আবছার উদ্দিন রনি, ছবির আহমদ, নগর যুব সংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, কাজী ফজলে হাসান শাহীন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক এম শফিউল আজম চৌধুরী লিটন প্রমুখ।

মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সোলায়মান আলম শেঠ বলেন, চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশন প্রার্থীদের সঙ্গে কোন রকম আলোচনা না করে ইভিএম এ ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় পার্টির পক্ষ থেকে ইভিএম এর বিপক্ষে আমরা লিখিতভাবে অভিযোগ দাখিল করবো এবং নির্বাচনে কোন রকম অনিয়ম, পক্ষপাতিত্ব মেনে নেব না। বিজ্ঞপ্তি