সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
বিশ্বকাপ ফাইনালের পর ক্লাব ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন শিমন মার্চিনিয়াক। চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনালে মূল রেফারি থাকবেন এই পোলিশ। পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে গত বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেন মার্চিনিয়াক। আর্জেন্টিনা ও ফ্রান্সের ওই ফাইনালে রেফারিংয়ের জন্য প্রশংসিত হন ৪২ বছর বয়সী মার্চিনিয়াক।
আগামী ১০ জুন ইস্তান্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। বিশ্বকাপ ফাইনালের মতোই এই ম্যাচেও মার্সিনিয়াকের সহকারি রেফারির দায়িত্ব পালন করবেন তার দুই স্বদেশি পাভেউ সোকোলনিস্কি ও তমাশ লিসৎকিভিচ। খবর বিডিনিউজের।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত ৮টি ম্যাচে রেফারিং করেছেন মার্চিনিয়াক। এর মধ্যে রয়েছে শেষ ষোলোয় ইন্টার মিলান-পোর্তোর গোলশূন্য দ্বিতীয় লেগ এবং সেমি-ফাইনালের ফিরতি লেগে সিটির মাঠে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচটি।
২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনালে চতুর্থ অফিসিয়ালের দায়িত্বে ছিলেন মার্চিনিয়াক।