সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেন নি মুশফিকুর রহিম।
আগের দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় হাতে চোট পান মুশফিক। সতর্কতা হিসেবে রাতেই আরেক উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানকে দলে অন্তর্ভুক্ত করে টিম ম্যানেজমেন্ট। খবর ডেইলি বাংলাদেশ’র
বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম ভিডিও বার্তায় বলেন, মুশফিকের ডান হাতের বুড়ো আঙুলে বল লাগার পর আমরা একটা এক্সরে করি। এক্সরেতে খারাপ কিছুই আসেনি। এক্স-রের ফল স্বাভাবিকই এসেছে। কিন্তু এখন ব্যথার জায়গাটা একটু ফুলে আছে। রংও পরিবর্তন হয়েছে। তাই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। তাকে প্রথম ম্যাচ থেকে বাইরে রাখা হয়েছে।
প্রথম ম্যাচে খেললে টি-২০ ক্যারিয়ারে শততম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে ফেলতেন মুশফিক। চোটের কারণে এখন অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে।
পরশু সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এ ম্যাচে মুশফিকের খেলার সম্ভাবনা প্রসঙ্গে বিসিবি ফিজিও বলেছেন, আমরা আজ অনুশীলনের পর মুশফিক সম্পর্কে সিদ্ধান্ত জানাব।