পুড়েছে ৬০ টিনশেড ঘর-ক্ষতিগ্রস্ত স্কুল
নিজস্ব প্রতিবেদক
নগরীর চান্দগাঁও থানা এলাকায় আগুন লেগে বেশ কয়েকটি টিনসেড ঘর পুড়ে গেছে, তাতে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় চান্দগাঁওয়ের এক কিলোমিটারের যমুনা ক্লাব সংলগ্ন মাইজ্জা মিয়ার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
নিহত হাছিনা বেগম (৫৫) ওই কলোনির জাকির হোসেনোর স্ত্রী। একটি ঘর থেকে গৃহিনীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।
তিনি বলেন, ‘সকাল আনুমানিক সাড়ে ৮টায় কলোনিতে আগুন লাগে। এতে ৬০টি টিনসেড ঘর ও সেখানে থাকা ১টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কালুরঘাট ও লামার বাজার স্টেশনের চারটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কলোনির অনেকগুলো ঘর পুড়ে গেছে। পরে একটি ঘর থেকে হাছিনা বেগমের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।