নিজস্ব প্রতিবেদক <<
চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় লালদিঘী পাড়স্থ চসিক পাবলিক লাইব্রেরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অবনতিশীল করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের কার্যক্রম আজ মঙ্গলবার বেলা ১২টায় থেকে শুরু হবে। এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
উল্লেখ্য, আইসোলেশন সেন্টারের জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ প্রয়োজনীয় লোকবল ইতোমধ্যেই নিয়োগ করা হয়েছে। এছাড়া শয্যা, ওষুধপত্রসহ চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার ও সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস এতে সংযোজন করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সামগ্রিক নির্দেশনা ও পরিচালনায় এবং ডা. সুমন তালুকদারের তত্ত্বাবধানে পরিচালিত এই আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ আক্রান্তরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি