চট্টগ্রাম বন্দর রেকর্ড ১৮৫ মিটার দৈর্ঘ্যরে ক্লিংকার জাহাজ ভিড়লো জেটিতে

নিজস্ব প্রতিবেদক »

রেকর্ড ১৮৫ মিটার দৈর্ঘ্যরে ক্লিংকার জাহাজ ভিড়লো বন্দরের সিমেন্ট ক্লিংকার জেটিতে। এর আগে সিমেন্ট ক্লিংকারবাহী সর্বোচ্চ ১৭০ মিটার দৈর্ঘ্যরে জাহাজ ভিড়লেও গতকাল ১৮৫ মিটার পর্যন্ত ভেড়ানো হয়। আর এতে সবচেয়ে বেশি দৈর্ঘ্যরে ক্লিংকারবাহী জাহাজ ভেড়ানোর রেকর্ড করলো চট্টগ্রাম বন্দর।

রেকর্ডের কথা জানিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র ও সচিব ওমর ফারুক বলেন, ১৬১ মিটার দীর্ঘ চট্টগ্রাম বন্দরের জেটিতে সাধারণত সম দৈর্ঘ্যরে জাহাজ ভেড়ানো হয়ে থাকে। কিন্তু এবারই প্রথম আমরা ১৮৫ মিটার দীর্ঘ, ৮ দশমিক ২০ মিটার ড্রাফটের ২০ হাজার ৫০০ টন ক্লিংকারসহ এমভি জাহান ব্রাদারস নামের একটি জাহাজ ভেড়ানো হলো। আর এর মাধ্যমে প্রমানিত হলো আমরা বড় দৈর্ঘ্যরে জাহাজ ভেড়াতে সক্ষম।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ ১৯০ মিটার দীর্ঘ কনটেইনারবাহী জাহাজ  বাজারদর