নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আটজন। এরমধ্যে নগরীতে তিনজন এবং উপজেলায় পাঁচজন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১১১ জন। এছাড়া করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৬ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ হাজার ৮৮৪ জন। গত কয়েকদিনে ধরে শনাক্তের হার কমছে। জুলাইয়ে শনাক্তের হার ৩০ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত উঠে। গত তিনদিনে শনাক্ত হার ৩০ শতাংশের নিচে নেমেছে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত বৃহস্পতিবার কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ৫৪৭ নমুনায় শনাক্ত হয়েছেন ৬১৬ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ২৪ দশমিক ১৮ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরীতে ৩৬৭ জন এবং উপজেলায় ২৪৯ জন। এ নিয়ে নগরীতে ৬৯ হাজার ৪১ জন এবং উপজেলায় ২৪ হাজার ৮৪৩ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ হাজার ৮৮৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নগরীতে তিনজন এবং উপজেলায় পাঁচজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন আটজন। এ নিয়ে নগরীরে ৬৪৩ জন এবং উপজেলায় ৪৬৮ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১১১ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৩৩ নমুনার মধ্যে ৮৬ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৫৭ নমুনায় ৮০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৭৭ নমুনায় ১০২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৯ নমুনায় ৯৮ জন, এন্টিজেন টেস্টে ২৯২ নমুনায় ৬১ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৪০ নমুনায় ২০ জন, শেভরনে ২০৭ নমুনায় ৩৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৯ নমুনায় ১২ জন, আরটিআরএল ল্যাবে ২৪ নমুনায় ১৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২১৩ নমুনায় ৯৬ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩৫ নমুনায় ১৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৪১ জনের নমুনা পরীক্ষা করে কোন নমুনায় করোনার অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামে সংক্রমণ হার কমছে
করোনায় নতুন শনাক্ত ৬১৬, মৃত্যু ৮