২১৬৪ নমুনায় আক্রান্ত ১৮৩
নিজস্ব প্রতিবেদক<
চট্টগ্রামে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় শনাক্তের সংখ্যা। গত বছরের ডিসেম্বরের পর থেকে শনাক্ত ও মৃত্যুর হার নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও মার্চের শুরু থেকে দুটোই বাড়ছে দ্বিগুণ হারে। এমন পরিস্থিতি চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৩ জন।
গত মঙ্গলবার ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং আরটিআরএল ল্যাবে ২১৬৪ নমুনায় করোনা পজিটিভ হয়েছে ১৮৩ জনের। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৮৬৯ জন।
সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ফৌজদারহাট বিআইটিআইডিতে ৭৮৭ নমুনার মধ্যে ২৯ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৪ নমুনায় ১৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৬৭৮ নমুনায় ৬৭, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ নমুনায় ৯, ইমপেরিয়ালে ৭৪ নমুনায় ২৩, শেভরনে ৪৫১ নমুনায় ২৪, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৬ নমুনায় ৮ এবং আরটিআরএল ল্যাবে ৯ নমুনায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।