নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টার ৫৪৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে নগরে মৃত্যু ১ জনের হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ২১ দশমিক ৩২ শতাংশ
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৩৭৬ জন এবং উপজেলার ১৭৩ জন। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ২০ হাজার ৯৯২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৮৮ হাজার ১৮৩ জন এবং উপজেলার ৩২ হাজার ৮০৯ জন।
একই সময়ে করোনা আক্রান্ত হয়ে নগরের ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ৩৫৯ জনে। এদের মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৫ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জন, বি. আই. টি. আই. ডি. ল্যাবে ৭২০ জনের নমুনা পরীক্ষায় ২০৭ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৭ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
এছাড়া, ৩৭৩ জনের এন্টিজেন পরীক্ষায় ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
প্রাইভেট হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ৭০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১২ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন, ল্যাব এইডে ২ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।