নিজস্ব প্রতিবেদক »
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষায় ৫৮০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৮ শতাংশ। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।
গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে ৩ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এতে ৫৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৪১৮ জন এবং উপজেলার ১৬২ জন। এ পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২১ হাজার ৫৭২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৮৮ হাজার ৬০১ জন এবং উপজেলার ৩২ হাজার ৯৭১ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৯১ জনের নমুনা পরীক্ষায় ১৮৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩৮ জনের নমুনা পরীক্ষায় ৮১ জন এবং জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে। এছাড়া, ২২৭ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
প্রাইভেট হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৯৭ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩২৩ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জন, ল্যাব এইডে ২ জনের নমুনা পরীক্ষায় ২ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২শ’ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২২৫ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।