১৭৪৮ নমুনায় আক্রান্ত ২৩২
নিজস্ব প্রতিবেদক <<
সারাদেশের মতো চট্টগ্রামেও উর্ধ্বগতিতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। প্রতিদিনের মৃত্যু ও আক্রান্তের হার রেকর্ড ছাড়াচ্ছে। এ পরিস্থিতিতে গত সাত মাসের রেকর্ড ছাড়িয়ে চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। সর্বশেষ গত বছরের ১৪ আগস্টের ৪ জনের মৃত্যুর পর গতকাল রোববার মৃত্যুর সংখ্যাই ছিল চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯৩ জনে। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩২ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত শনিবার কক্সবাজার মেডিক্যাল কলেজসহ ৬টি ল্যাবে ১৭৪৮ নমুনায় আক্রান্ত হয়েছেন ২৩২ জন। গাণিতিক হিসাবে আক্রান্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ২১৯ জন এবং উপজেলায় ১৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৫০০ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯৩ জনে। এর মধ্যে নগরীতে ২৮৯ জন এবং উপজেলায় ১০৪ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বিআইটিআইডিতে ৭৮০ নমুনার মধ্যে ৯২ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৮১ নমুনায় ১৪ জন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৬ নমুনায় ৫৬ জন, শেভরনে ২৭৯ নমুনায় ৪৬ জন এবং আরটিআরএল ল্যাবে ৫৮ নমুনায় ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা পজিটিভ পাওয়া যায়নি।