নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে গ্রামীণ একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় পড়ে গিয়ে বানের পানিতে ভেসে গেছে মারুফা আক্তার (৭) নামের এক শিশু মেয়ে। রোববার দুপুর একটার দিকে বরইতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডেইঙ্গাকাটা পুর্ববিল সংলগ্ন হারবাং ছড়া শাখাখালে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। তবে ওইসময় শিশুটির সঙ্গে পানিতে পড়ে যাওয়া তার খালাসহ অপর দুই শিশু সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে। শিশু মারূফা বরইতলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ডেইঙ্গাকাটা পুর্ববিল গ্রামের জিয়াবুল করিমের মেয়ে।
খবর পেয়ে ঘটনার পরপর চকরিয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালালে এই রির্পোটটি তৈরির আগমূহূর্তে গতকাল রাত ৯টায়ও শিশুটির সন্ধান মেলেনি বলে নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার।
বরইতলী ইউপির ডেইঙ্গাকাটা পুর্ববিল গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম বলেন, রোববার দুপুর একটার দিকে সাতবছরের শিশু মারুফা আক্তার তার খালা এবং দুই খালাতো বোনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে হারবাংছড়া শাখাখালের বাঁশের সাঁকোর উপর দিয়ে পার হবার সময় অসাবধানবশত সবাই পানিতে পড়ে যায়। তবে এসময় তার খালাসহ অপর দুই শিশু সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও শিশু মারূফা ভেসে গেছে বানের পানির স্রোতে।