শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে গ্রেটার ম্যানচেষ্টার চট্রগ্রাম এসোসিয়েশানের নেতৃবৃন্দ।
অংশগ্রহনকারীদের উদ্দেশ্য আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেব্রুয়ারি’ গানটির কিছু অংশ এবং ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাসসহ আলোচনায় বাঙালি ভাষাভাষীদের মিলনমেলায় পরিনত হয় শহীদ দিবস প্রাঙ্গণ।
আলোচনায় অংশ নেন গ্রেটার ম্যানচেস্টার চট্রগ্রাম এসোসিয়েশন (জি এম সি এ) এর সভাপতি এস. এম. ফয়সাল কবির নিক্সন, সেক্রেটারি ফরহাদ ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইমাম উদ্দিন, উপদেষ্টা মহিদুল মাওলা এবং আমান উল্ল্যাহ্ জাকির।
শহীদ দিবসের এমন উদ্যোগে সকল বাঙালি কমিউনিটির পক্ষ থেকে এস.এম.ফয়সাল কবির নিক্সন বিশেষভাবে ধন্যবাদ প্রকাশ করেন হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি আলী রেজাকে।
প্রেস বিজ্ঞপ্তি।