সুপ্রভাত ডেস্ক »
জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ১০ জুলাই। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। খবর বিডিনিউজের।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। সেক্ষেত্রে ১০ জিলহজ বা ১০ জুলাই বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।’ ১০ জুলাই ঈদ হবে ধরে নিয়েই ৯ থেকে ১১ জুলাই কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। তবে ১০ জুলাইয়ের আগের দুদিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ৮ তারিখ থেকেই ঈদের ছুটি শুরু হয়ে যাবে।