চট্টগ্রাম বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, চট্টগ্রাম বিভাগে সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রম বিশেষ করে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলো মানসম্মতভাবে এবং যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। কোন অজুহাতে উন্নয়ন কার্যক্রম যেন ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে হবে।
তিনি বলেন, ‘উন্নয়নমূলক কাজের জন্য ভূমি অধিগ্রহণে দ্রুত এবং জমির মালিকদের পাওনা ও যথাসময়ে প্রদান করতে হবে।’
করোনা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করে তিনি টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানান।
বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় চট্টগ্রাম বিভাগে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বিভিন্ন সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধিগণ এবং বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি