সুপ্রভাত ডেস্ক :
নায়িকার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে নাকি?
বাসা থেকে তো বিয়ের চাপ দিচ্ছেই। পাত্রও দেখছে। পাত্র পেলে বিয়ে করে ফেলবো।
তা কেমন পাত্র পছন্দ শাকিব খানের নায়িকার?
দেখতে সুন্দর না হলেও চলবে কিন্তু একজন ভালো মানুষ হতে হবে।
মোবাইলের ফোনের অপর প্রান্ত থেকে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি ‘কাঠবিড়ালী’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন। সেজন্যই পরের ‘নবাব (এলএলবি)’ সিনেমায় নায়িকা হওয়ার কথা দেশের শীর্ষ নায়ক শাকিব খানের। কিন্তু করোনার জন্য তা আর হলো না।
‘নবাব (এলএলবি)’ সিনেমার সবশেষ আপডেট কি?
এটা বড় বাজেটের সিনেমা। এটার জন্য আলাদাভাবে প্রস্ততি ও পরিকল্পনা রয়েছে আমার। তবে মনে হচ্ছে না যে মাস দুয়েকের মধ্যে সেটার কাজ শুরু হবে। এখন দেখা যাক, সামনে কি হয়!
সিনেমার বাইরে নতুন কাজের খবর আছে কোন?
ওয়েব ফিল্ম, শর্টফিল্ম বা ওভিসি করার পরিকল্পনা করছি। এখনও কিছু চূড়ান্ত হয়নি। সপ্তাহ খানেক পর চূড়ান্ত আপডেট দিতে পারবো।
২০১৭ সালের আগস্টে পরিচালক রাফসান আহসানের সঙ্গে দুই বছরের সংসার ভাঙ্গে অর্চিতা স্পর্শিয়ার।