সুপ্রভাত ডেস্ক »
কক্সবাজারে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেলার ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম জানিয়েছেন।
নিহতদের একজন হলেন অটোরিকশা চালক শফিকুল ইসলাম।
অন্যজন অটোরিকশার যাত্রী ছেনুয়ারা বেগম বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, পূরবী পরিবহন সার্ভিসের একটি বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে বান্দরবান যাচ্ছিল। পথে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঈদগাঁও উপজেলার সাতঘরিয়া পাড়ায় অটোরিকশার মুখোমুখি হয়। দুই বাহনের সংঘর্ষে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালক শফিকুল ও বাসের যাত্রী ছেনুয়ারা নিহত হন।
ওসি বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে অটোরিকশার দুই যাত্রীকে আঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে দুর্ঘটনায় পড়া যান দুটি উদ্ধারকাজ শুরু করে বলে জানান ওসি মো. আব্দুল হালিম।
সূত্র : বিডিনিউজ