এক শাহরুখে কত কী!

সুপ্রভাত ডেস্ক »

গত ২ নভেম্বর পার করলেন ৫৬। মেয়ে সুহানার উইশটা হয়েছিল ভাইরাল। ২২ বছর আগের চেনা এক উচ্ছল শাহরুখের ছবি পোস্ট করে ভক্তদের করেছিলেন নস্টালজিক। বলিউড তারকারাও জানিয়েছেন শুভেচ্ছা। আবার মধ্যরাতে ‘মান্নাতে’র সামনে ভক্তদের ভিড়টাও ছিল দেখার মতো।

তবে আরিয়ানকে নিয়ে যে ঝাপটা গেলো, তাতে জন্মদিন নিয়ে সেভাবে আর বিশেষ কিছু করতে দেখা যায়নি শাহরুখকে। মাদক মামলায় শেষতক কী হয় না হয় তা নিয়ে গৌরিও মুষড়ে আছেন খুব। তথাপি সালমান খান ‘ভাই’ ডেকে যেভাবে হ্যাপি বার্থডের পোস্ট করলেন, তাতে কিছুটা হলেও মনের জোর ফিরে পাবার কথা।

আরিয়ান যতদিন জেলে ছিলেন, ততদিন যাবতীয় কাজকর্ম বন্ধ রাখলেও আবার ধীরে ধীরে কাজে ফিরছেন বলিউড কিং। তবে কাজ বলতে শুধু ‘পাঠান’-এর শুটিং নয়, শাহরুখকে সময় দিতে হচ্ছে তার অন্য সব নিয়েও। কী আছে সেই তালিকায়?

ব্র্যান্ড অ্যাম্বাসেডর

শাহরুখ খান নিজেই একখানা ব্র্যান্ড। তবে তার আয়ের একটা বড় উৎসই হলো পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করা। নামী দামী কোমল পানীয়, ঘড়ি, মোবাইল ফোন, গাড়ি- কি নেই তালিকায়। ৪ নভেম্বরের দীপাবলি উপলক্ষেও বড় বাজেটের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন শাহরুখ। এখন আবার শুরু করেছেন অফিসিয়াল কাজকর্ম।

আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে ‘কলকাতা নাইট রাইডার’-এ তার বিনিয়োগের কথা তো জানা। সম্প্রতি শাহরুখ ও গৌরি দক্ষিণ আফ্রিকার টি২০ গ্লোবাল লীগের দলও কিনেছেন। সেদিকেও সময় দিতে হচ্ছে ঢের।

কিডজানিয়া

আন্তর্জাতিকমানের শিশুদের বিনোদন কেন্দ্র কিডজানিয়ার বড় অংশে বিনিয়োগ করেছেন কিং খান। মুম্বাইয়ে কিডজানিয়ার সফল উদ্বোধনের পর শাহরুখ নয়ডাতেও আরেকটি আউটলেট খুলেছেন। আন্তর্জাতিক এ কোম্পনির ২৬ শতাংশ শেয়ার কিং খানের।

ভিএফএক্স

মুম্বাইয়ে ২০০৬ সালে শাহরুখ ভিজুয়াল ইফেক্ট ও গ্রাফিক্সের ভিএফএক্স স্টুডিও প্রতিষ্ঠা করেন। ‘চাক দে ইন্ডিয়া’, ‘রা ওয়ান’, ‘ক্রিশ থ্রি’, ‘ফিল্লারু’ ও ‘জিরো’ সিনেমার গ্রাফিক্সের কাজ শাহরুখের ভিএফএক্স স্টুডিওতেই হয়েছিল। ওই অফিসেও ফের মনযোগ দিতে হচ্ছে শাহরুখকে।