নিজস্ব প্রতিবেদক :
পাহাড় কর্তনের তিনটি পৃথক ঘটনায় আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী এলাকায় ৬ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নুরুল্লাহ নূরী গতকাল সোমবার শুনানি শেষে এই জরিমানা ধার্য করেন।
উত্তর পাহাড়তলী এলাকায় ৪ হাজার ৮০০ ঘনফুট পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছিলেন মোহাম্মদ আলাউদ্দিন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন শেষে এর সত্যতা পাওয়ার পর গতকাল শুনানির জন্য ডাকা হয় মোহাম্মদ আলাউদ্দিনকে। আর এতে নিজের দায় স্বীকার করার পর পরিবেশ আইনে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নূরী।
একই এলাকায় পাহাড় কাটার জন্য মোহাম্মদ জামাল উদ্দিনকে ৬০ হাজার টাকা এবং ফজলুল হককে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, পরিবেশ আইনে পাহাড় কাটা নিষিদ্ধ। গত বছর থেকে পাহাড় কাটায় জরিমানার নতুন অঙ্ক নির্ধারণ হওয়ার পর থেকে তা নিয়ে ব্যাপক হারে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর।