সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
মেয়েদের এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডানের পর ইরানের কাছেও ৫-০ গোলে অসহায় আত্মসমর্পণ করেছে সাবিনা-কৃষ্ণরা।
গতকাল বুধবার ‘জি’ গ্রুপে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা দাঁড়াতেই পারেনি। ম্যাচের দ্বিতীয় মিনিটে বাংলাদেশ প্রথম গোল হজম করেছে। ফ্রি কিক থেকে ইরানি ডিফেন্ডার মেলিকা মতিভাল্লি মাথা ছুঁয়ে বল জড়িয়ে দেন জালে।
১৪ মিনিটে ইরানের আরেক ডিফেন্ডার গুলনুশ খুশরাভি হেডে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর অহেতুক হাত দিয়ে বল থামিয়ে মিশরাত জাহান পেনাল্টি ‘উপহার’ দেন ইরানকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৯ মিনিটে স্পট কিক থেকে মিডফিল্ডার বেহেনাজ তাহেরখানি করেন ইরানের তৃতীয় গোল।
বিরতির পর আরও আক্রমণাত্মক ইরান। ৫৫ মিনিটে ফরোয়ার্ড হাজার দাব্বারঘির জোরালো শট ক্রসবারে লেগে জাল স্পর্শ করে। স্কোরলাইন হয় ৪-০।
৫৯ মিনিটে পেনাল্টি থেকে ৫-০ করেছেন বেহেনাজ। টানা দুই হারে বিদায় নিয়ে দেশে ফিরতে হচ্ছে সাবিনাদের।