চট্টগ্রামের ইন্টারন্যাশনাল হোপ স্কুলের ৩০ জন শিক্ষার্থী সম্প্রতি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) পরিদর্শন করে।
এ সময় ইডিইউ কর্মকর্তারা তাদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। পরে অনুষ্ঠিত মতবিনিময় পর্বে প্রধান অতিথি ছিলেন ইডিইউ উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান।
তিনি বলেন, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার। জীবনে চলার পথের ভিত গড়ে দেয় স্কুল, শেখায় স্বপ্ন দেখতেও। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার পথ দেখায় বিশ্ববিদ্যালয়। শুরুতে প্রেজেন্টেশন তুলে ধরেন স্কুল অব বিজনেসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রওনক আফরোজ।
সভায় আরো বক্তব্য রাখেন ইডিইউর অ্যাসোসিয়েট ডিন যথাক্রমে স্কুল অব বিজনেসের প্রফেসর ড. রকিবুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. নাজিম উদ্দিন এবং স্কুল অব লিবারেল আর্টসের শহিদুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি