কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের মতবিনিময়
আবাসিকে গ্যাস সংযোগের দাবিতে চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে মঙ্গলবার রাত ৮ টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নগরীর মুরাদপুরের একটি রেস্টুরেন্টে কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লা হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদ, শাহজাহান সুফি, এম.এ মান্নান খান, এ. কে.এম অলিউল্লা হক, মানিক হাওলাদার, মো. সেলিম হোসেন চৌধুরী, আব্দুল হাই, নবী চৌধুরী, আব্দুল মালেক শেখ, এস.এম শাহিন বাবু, প্রশান্ত বড়–য়া, শওকত হোসেন হাওলাদার, হায়দার সিকদার, মোশাররফ হোসেন, রোকশেদ খান, আরঙ্গজেব বাবুল, খোরশেদ আলম, গ্রাহক প্রকৌশলী মফিজুর রহমান, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ চটগ্রাম গ্যাস-বিদ্যুৎ-পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি গ্রাহক আলমগীর নূর।
মতবিনিময় সভায় কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদ বলেন, ‘আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ থেকে বঞ্চিত করার ক্ষেত্রে একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তারা জড়িত। কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লা হক বলেন, অবিলম্বে আবাসিকে গ্যাস সংযোগ না দিলে অনশন, ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সভায় প্রধান বক্তা চটগ্রাম গ্যাস-বিদ্যুৎ-পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি গ্রাহক আলমগীর নূর বলেন ‘দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনৈতিক যোগসাজশে আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ থেকে বার বার বেআইনিভাবে বঞ্চিত করা হচ্ছে। ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ লক্ষ আবাসিক পরিবার ও স্থাপনা। অবিলম্বে আবাসিক গ্যাস সংযোগ প্রদানের দাবি জানিয়ে তিনি আরও বলেন, চট্টগ্রামের ২৫ হাজার গ্রাহকসহ দেশব্যাপী ২ লক্ষ গ্রাহকের ন্যায্য ও মানবিক অধিকার আদায়ের লক্ষ্যে আইনি লড়াই চালাতে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হবো’।
মতবিনিময় সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ঠিকাদার ও গ্রাহক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ গ্রাহকদের হয়রানি বন্ধ করে অবিলম্বে আবাসিকে গ্যাস সংযোগ চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি