সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
পাকিস্তানের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। সম্প্রতি ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের’ পক্ষ থেকে পাকিস্তানের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিডিসিএ) সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আফ্রিদি।
এরপর পিডিসিএ-এর চেয়ারম্যান হিসেবে আফ্রিদির নাম ঘোষণা করা হয়। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব পেয়েছেন আফ্রিদি।
দায়িত্ব পাবার পর আফ্রিদি বলেন, অ্যাসোসিয়েশনকে আরো আধুনিক ও যুগোপযোগী করে সর্বাত্মক চেষ্টা করবো। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর দিকেও লক্ষ্য থাকবে আমার। এতে পিসিবি ও বেসরকারি সংস্থাগুলোকেও তাদের পাশে দাঁড়াবে বলে আমি আশা করছি। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা