ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, ভুক্তভোগী মানুষের কথা শুনতে চট্টগ্রাম আদালত ভবন পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্কুল অব ল’র শিক্ষার্থীরা।
স্কুল অব ল’র প্রভাষক এবং সহকারি প্রক্টর মো. আদনান কবিরের নেতৃত্বে এলএলবি ১২তম সেমিস্টারের শিক্ষার্থীরা আদালত ভবন পরিদর্শনে যান।
এ সময় তারা আইনের সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন।
জানতে চাইলে স্কুল অব ল’র প্রভাষক মো. আদনান কবির বলেন, এলএফই কোর্সের আওতায় এসব শিক্ষার্থীরা আদালতের কার্যক্রম স্বচক্ষে দেখার জন্য সেখানে পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, এই ধরণের অভিজ্ঞতা আগামীতে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দ্রুত বিচারকার্য পরিচালনায় বড় ধরণের সহায়ক হিসেবে কাজ করবে।
প্রসঙ্গত সিআইইউর স্কুল অব ল প্রতি সেমিস্টারে আইন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে ক্লাস-রুমের বাইরে আদালত ভবন পরিদর্শন ও সমসাময়িক আইন বিষয় নিয়ে নানা ধরণের সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করে আসছে। বিজ্ঞপ্তি