সুপ্রভাত ডেস্ক »
অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়া দেখে এক কিশোরের তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস। রোববার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার ছোটহরণ এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।
স্থানীয় এক কিশোরসহ কয়েকজন মিলে লাল নিশান উড়িয়ে থামিয়ে দেন চট্টলা এক্সপ্রেসকে। এ কারণে এই পথে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে।
কিশোর শিপন জানান, দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার ছোটহরণ এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি চোখে পড়ে তার। আশপাশের লোকজনকে বিষয়টি জানালে সবাই চিৎকার করতে থাকেন।
এ সময়ের মধ্যে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি চলে এলে বিপদ সংকেত দিতে শিপনসহ কয়েকজন মিলে লাল কাপড় দিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করেন বলে জানান।
স্থানীয় রাফিয়া নামের এক নারী নিশান ওড়ানোর জন্য তার লাল রঙের পেটিকোট দেন বলে জানান শিপন।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার রাফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনে পানি ঢেলে প্রথমে ঠা-া করেন এবং পরে মেরামত কাজ শুরু করেন। লাইন বেঁকে যাওয়ার কারণে দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।
এ কারণে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটক পড়ে বলেও জানান তিনি।
রাফিকুল ইসলাম জানান, রেললাইন বেঁকে যাওয়ার খবর তারা আগেই পেয়েছিলেন। তবে স্থানীয়দের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।