সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
ছয়বার গোলক নিক্ষেপ করলেন। ছয়বারই রিও দে জেনেইরো অলিম্পিকসের চেয়ে বেশি দূরত্বে! রেকর্ড গড়েই পুরুষদের শট পুটে সোনার মুকুট ধরে রাখলেন যুক্তরাষ্ট্রের রায়ান ক্রাউজার।
টোকিও অলিম্পিক স্টেডিয়ামে বৃহস্পতিবার ২৩ দশমিক ৩০ মিটার দূরত্বে গোলক নিক্ষেপ করে শট পুট ইভেন্টে সোনা জিতেন ক্রাউজার। ২০১৬ সালে রিওর আসরে ২২ দশমিক ৫২ মিটার দূরত্বে গোলক নিক্ষেপ করেছিলেন তিনি।
২৮ বছর বয়সী ক্রাউজারের যুক্তরাষ্ট্র দলের সতীর্থ জো কোভ্যাক্স ২২ দশমিক ৬৫ মিটার দূরত্বে গোলক ছুঁড়ে পেয়েছেন রুপা। নিউ জিল্যান্ডের টমাস ওয়ালশ (২২ দশমিক ৪৭ মিটার) পেয়েছেন ব্রোঞ্জ।
দশমিক ৭ মিটারের জন্য নিজের গড়া বিশ্ব রেকর্ড টোকিওতে স্পর্শ করতে পারেননি ক্রাউজার। গত জুনে অলিম্পিক ট্রায়ালে ২৩ দশমিক ৩৭ মিটার দূরত্বে গোলক ছুঁড়ে বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন তিনি।
অবশ্য বিশ্ব রেকর্ড গড়তে না পারলেও মুকুট ধরে রাখার আনন্দ জয়ের পরই প্রকাশ করেন ক্রাউজার। ক্যামেরার সামনে তুলে ধরে একটি কার্ড; যেখানে লেখা ছিল, “দাদু, আমরা পেরেছি। ২০২০ অলিম্পিকস চ্যাম্পিয়ন।”