সুপ্রভাত ডেস্ক »
অধ্যাপক ও লেখক মোহীত উল আলমের আজ ৬৯তম জন্মবার্ষিকী। তিনি ১৯৫২ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
মোহীত উল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে স্বেচ্ছাবসর নিয়ে, পরবর্তীতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং ইউনিভাসির্টি অব লিবের্যাল আর্টস-এ শিক্ষকতা করেন। তিনি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বর্তমানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ও কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত আছেন।
অধ্যাপনার পাশাপাশি তিনি গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, ক্রীড়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক লিখেছেন। তাঁর এ পর্যন্ত পঞ্চাশোর্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই বছর তাঁর তিনটি বই প্রকাশিত হয়েছে। কবি নজরুল: বিদ্রোহীর এই রক্ত; বঙ্গবন্ধু: বাংলাদেশ এবং ইংরেজিতে সম্পাদিত উইলিয়াম শেক্সপিয়ারের অমর নাটক ম্যাকবেথ। এ ছাড়া তাঁর চতুর্থ গল্পগ্রন্থ বিকেল মাতোয়ারা এবং সপ্তম প্রবন্ধগ্রন্থ সাহিত্যপাঠ: তত্ত্ব ও তালাশ এই সপ্তাহেই বের হয়ে আসার কথা।


















































