সুপ্রভাত ডেস্ক »
রেলওয়ে পূর্বাঞ্চল ৯টি আন্তনগর ট্রেন চলাচলের সময়সূচি পরিবর্তন করেছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে ১১ জোড়া ট্রেন গন্তব্যে পৌঁছানোর সময়।
চলতি মাসের মাঝামাঝিতে এ সময় ধরে ট্রেন চলাচল করতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।
নতুন সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকা আন্তনগর চট্টলা এক্সপ্রেস ট্রেন সকাল ৬টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে ঢাকা পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে।
চট্টগ্রাম থেকে চাঁদপুর মেঘনা এক্সপ্রেস ছাড়বে বিকেল সোয়া পাঁচটায়। পৌঁছাবে ৯টা ২৫ মিনিটে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ তিস্তা এক্সপ্রেস সকাল সাড়ে ৭টায় ছাড়বে, পৌঁছাবে দুপুর ১২টা ৫০ মিনিটে। ঢাকা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ছাড়বে বেলা সোয়া ১টায়, পৌঁছাবে ৬টা ৪০ মিনিটে। ঢাকা-মোহনগঞ্জ আন্তনগর হাওর এক্সপ্রেস পৌঁছাতে সময় লাগবে ১০ মিনিট বেশি। ঢাকা-কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে বিকেল ৪টায়, ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়।
এছাড়া ৯ জোড়া ট্রেন পৌঁছানোর সময় কমছে। চট্টগ্রাম থেকে ঢাকা গোধূলী এক্সপ্রেস বেলা ৩টায় ছেড়ে রাত ৮টা ৪৫ মিনিটে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে সিলেট পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৭টা ৫০ মিনিটে ছেড়ে পৌঁছাবে বেলা ৩টা ৫৫ মিনিটে। মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ছাড়বে দুপুর সাড়ে ১২টায়, ঢাকায় পৌঁছাবে ৬টা ৩৫ মিনিটে। তূর্ণা এক্সপ্রেস বেলা দেড়টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ১০ মিনিটে। চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস ছাড়বে সকাল সোয়া নয়টায়, জামালপুর পৌঁছাবে সন্ধ্যা ৬টায়।
সিলেট থেকে ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস দুপুর ১২টায় ছাড়বে, সন্ধ্যা সোয়া ৭টায় পৌঁছাবে। আন্তনগর ট্রেন কালনী এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস সিলেট থেকে ছাড়বে সকাল সোয়া ৬টায় ও রাত সাড়ে ১১টায়। ঢাকায় পৌঁছাবে আগের চেয়ে পাঁচ মিনিট আগে। কিশোরগঞ্জ থেকে ঢাকা এগারসিন্ধুর প্রভাতী ছাড়বে সকাল সাড়ে ৬টায়, ঢাকায় পৌঁছাবে সকাল ১০টা ৩৫ মিনিটে।
চট্টগ্রাম থেকে ঢাকা সুবর্ণ এক্সপ্রেস ছাড়বে সকাল ৭টায়। সোনার বাংলা এক্সপ্রেস ছাড়বে বিকেল ৫টায়। চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস ছাড়বে বিকেল সোয়া ৫টায়। কক্সবাজার থেকে ঢাকা কক্সবাজার এক্সপ্রেস ছাড়বে দুপুর সাড়ে ১২টায়।
রেলওয়ের পূর্বাঞ্চলের সিওপিএস মোহাম্মদ শহিদুল আলম বলেন, ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ময়মনসিংহ অঞ্চলে রেললাইন ও সেতুর সংস্কারকাজ চলমান থাকায় কয়েকটি ট্রেন গন্তব্যে পৌঁছাবে দেরিতে।