নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম কাস্টমসের নিলাম শেডে সর্বসাধারণের কাছে ২৭ হাজার ৯৮০ কেজি মহিষের মাংস বিক্রি করা হবে। আজকের (সোমবার) এ নিলামে প্রতি কেজি মাংস ৮৭৫ টাকায় বিক্রি করার কথা জানান চট্টগ্রাম কাস্টম হাউজের মুখপাত্র ও উপ-কমিশনার মো. শরফুদ্দিন মিঞা।
কাস্টমস সূত্রে জানা যায়, ২০২২ সালের এপ্রিলে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী, গরু, ছাগল, মুরগির মাংস ও মানুষের খাওয়ার উপযোগী অন্যান্য পশুর মাংস আমদানির ক্ষেত্রে প্রাণীসম্পদ অধিদপ্তরের অনুমতি বাধ্যতামূলক করে। এরপরও প্রাণী সম্পদ অধিদফতর ফ্রোজেন মিট আমদানিতে অনুমতি দিচ্ছে না। পণ্য চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস নিতে ২ মে চট্টগ্রাম কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে। ২ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৩৯৩ টাকার মাংস নিলামে উঠবে। সেই হিসেবে প্রতি কেজি মহিষের মাংসের দাম ধরা হয়েছে ৮৭৫ টাকা।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের ফতুল্লার আমদানিকারক এন বি ট্রেডিং চলতি বছরের মে মাসে ভারত থেকে এই হিমায়িত মাংসের চালান আমদানি করে। কিন্তু প্রাণী সম্পদ অধিদফতরের অনুমতি না নেওয়ায় আমদানি করা ফ্রোজেন মিট খালাস করেনি কাস্টমস। প্রক্রিয়া শেষে পণ্য চালানটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় কাস্টম কর্তৃপক্ষ। এ নিলাম পরিচালনা করেবে কেএম করপোরেশন।
কেএম করপোরেশনের ব্যবস্থাপক মো. মোরশেদ জানান, ৪০ ফুট সাইজের শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনারে রেফার কন্টেইনার চট্টগ্রাম বন্দরের এনসিটি (নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল) ইয়ার্ডে রয়েছে পণ্য চালানটি। নিলামে অংশ নিতে আগ্রহীদের কাস্টমসের তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য চালানটি দেখানো হচ্ছে।