নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »
মিরসরাইয়ে ডুবে যাওয়া ড্রেজার থেকে আরো চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ৩ জন ও বুধবার রাতে একজনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। ওই শ্রমিকরা হলো মো. আলম (৩২), শাহীন মোল্লা (২৮), তারেক (৩০) আবুল বাশার (৩৮)। এর আগে ওই ড্রেজার থেকে আরো ৪ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছিল। নিহত সব শ্রমিকের বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠী গ্রামে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড় হাওয়ায় উপজেলার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ড্রেজার ডুবে গেলে ৮ জন শ্রমিক নিখোঁজ হয়। পরে মঙ্গলবার ও বুধবার ৫ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। বাকি ৩ জনের লাশ উদ্ধার করা হয় বৃহস্পতিবার সকালে। গত তিনদিন ধরে শ্রমিকদের উদ্ধার কাজে মিরসরাই ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, মিরসরাই থানা পুলিশ, বিআইডব্লিউটি’র ডুবুরি দল ও স্থানীয়রা সহয়োগিতা করেন। সব লাশ উদ্ধার হওয়ায় কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে ঝড়ো হাওয়া ও জোয়ারের স্্েরাতে সৈকত-২ নামে একটি বালু তোলার ড্রেজাার উল্টে ডুবে যায়। ওই সময় ড্রেজারটিতে ৮ জন শ্রমিক ছিল। ড্রেজারটি ডুবে যাওয়ায় তারা সেখানে আটকে পড়ে নিহত হয়। অবশেষে ড্রেজার থেকে ৮ শ্রমিকের সবার লাশ উদ্ধার করা হলো।