নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া »
লোহাগাড়া উপজেলার পুটিবিলার বড়ুয়া পাড়ায় অবৈধভাবে কৃষিজমির ওপরিভাগের মাটি কাটা ও ডলুখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭টি ডাম্প ট্রাক ও ১টি এস্কেভেটর জব্দ করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।
৪ জানুয়ারি মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।
জানা যায়, উপজেলার পুটিবিলা ইউনিয়নের বড়ুয়া পাড়ায় এমচরহাটের অদূরে কৃষিজমি থেকে মাটি কাটা ও ডলুখাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল প্রভাবশালীরা। স্থানীয় সূত্রমতে সঙ্ঘবদ্ধ একটি দল এলাকা থেকে বালু ও মাটি সংগ্রহ করে পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, পুটিবিলার বড়ুয়া পাড়া এলাকা হতে মাটিপাচারকারীরা অবৈধভাবে মাটি উত্তোলন করছিল। এ ছাড়া পাশ^বর্তী ডলুখাল থেকে বালু উত্তোলন করে দীর্ঘদিন পাচার করছিল তারা। এতে খালের ভাঙন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ফসলি জমির টপসয়েল বিক্রি করা হচ্ছে। এতে উর্বরতা হারাচ্ছে কৃষিজমি।
৭টি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ লোহাগাড়ায়
ভ্রাম্যমাণ আদালতের অভিযান