৩৮ দিন পর চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক »

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিবি আমেনা (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ৩৮ দিন পর করোনায় মৃত্যু দেখলো চট্টগ্রাম। এর আগে সর্বশেষ ১৩ নভেম্বর একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নগর ও উপজেলায় মোট ১ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিবি আমেনা হালিশহর এলাকার বাসিন্দা। তিনি করোনা ভ্যাকসিন নিয়েছিলেন। করোনাসহ নানারকম শারীরিক জটিলতা নিয়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২১ ডিসেম্বর মারা যান।
প্রতিবেদনে আরও দেখা যায়, গত চব্বিশ ঘণ্টায় কারো করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত মোট ১ লাখ ২৯ হাজার ৫১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে উপজেলায় ৩৫ হাজার ৭৯ জনের এবং ৯৪ হাজার ৬৩৮ জন মহানগরের বাসিন্দা।