মহানগর যুবদলের সভায় ডা. শাহাদাত
চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘ইতিহাসকে বিকৃত করা যাবে না। কেউ চাইলেই ইতিহাস পরিবর্তন করতে পারবে না। ইতিহাস লিখেন ইতিহাসবিদরা। রাজনীতিবিদরা ইতিহাস রচনা করলে সেটা হয় প্রোপাগান্ডা।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মহানগর যুবদলের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের সমাবেশকে সফল করতে জীবনবাজি রেখে সকলকে মাঠে থাকতে হবে’।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, ‘রাজনৈতিক কারণে কারো সাফল্যকে হেয় করা যায় না’।
মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, এস এম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, সাহাবুদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, মিয়া মোহাম্মদ হারুন, জাহিদ হোসেন বাবু, আবু সুফিয়ান, মোহাম্মদ আলী সাকী, মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, তাজুল ইসলাম তাজু, সেলিম উদ্দিন, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা জিয়া, ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, সাজ্জাদ হোসেন সাজু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গনি শিকদার, মুজিবুর রহমান রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মোহাম্মদ আলাউদ্দীন, ইফতেখার শাহরিয়ার আজিম, কমল জ্যোতি বড়ুয়া, সাহেদুল ইসলাম, মোহাম্মদ নওশাদ, জাহাঙ্গীর আলম বাবু, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম মানিক, মো. সালাউদ্দীন, সাইফুদ্দিন যুবরাজ, গুলজার হোসেন মিন্টু, মো. নেজাম উদ্দীন, আশরাফ উদ্দীন, মো. ইদ্রিস, হোসেন উজ জামান, ইব্রাহীম খান, দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল টিপু, সাইদুল ইসলাম, সিরাজ সিকদার, মিজানুর রহমান দুলাল, আরিফ হোসেন, লতিফুর রহমান সুমন, আবদুল আল মামুন, আজিজ চৌধুরী, জাহেরী মাসুদ, শওকত খান রাজু, মোর্শেদ কামাল, ইউনুছ মুন্না, মো. মিল্টন, মো. হাসান, মোহাম্মদ জাবেদ, বাদশা আলমগীর, মোহাম্মদ ইউনুছ, জহিরুল ইসলাম, মো. মুজাহিদ, শাহাদাত হোসেন রাসেল খান, এস এম আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি