২০২৫ সালে সরকারি ছুটি ২৬ দিন

দুই ঈদের ছুটি ৬ ও ৫ দিন, দুর্গাপূজায় ২ দিন

সুপ্রভাত ডেস্ক »

২০২৫ সালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন, ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

জানা গেছে, দুই ঈদে একটি সাধারণ ছুটি ও বাকি ছুটি নির্বাহী আদেশে নির্ধারণ করা হবে। অন্যদিকে পাঁচদিনের দুর্গাপূজার দশমীর দিন সাধারণ ছুটি থাকবে। বাকি এক দিনের ছুটি নির্বাহী আদেশে নবমীর দিন দেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ছুটির তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন ধর্মীয় পর্ব উপলক্ষে ১২ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে ৫টি সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে ৩টি শুক্রবার এবং ২টি শনিবার।

বাংলা নববর্ষসহ বিভিন্ন ধর্মীয় পর্বের জন্য ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। এ ছুটির মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটি রয়েছে, যার মধ্যে ২টি শুক্রবার এবং ২টি শনিবার পড়বে।

প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ধর্মীয় পর্ব উপলক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় কর্মরত নৃ-গোষ্ঠীর কর্মচারীরা বৈসাবি বা অনুরূপ কোনো প্রধান সামাজিক উৎসবে দুই দিনের ঐচ্ছিক ছুটি পাবেন। এর মধ্যে একটি সাপ্তাহিক ছুটির দিন (শনিবার)।