নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের কেরানিহাটে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার মামলার প্রধান আসামি বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক তাপস কান্তি দত্তকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুনির আদালতে তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রামের পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট বান্দরবানের কেরানিহাটের হলুদিয়া এলাকায় দুই ছাত্রলীগ নেতা মো. তৌহিদুল ইসলাম এবং আবু সুফিয়ান চেীধুরীকে নিজ বাড়িতে যাওয়ার সময় কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পরদিন ২৩ আগস্ট আহত আবু সুফিয়ান বাদি হয়ে ইউপি চেয়ারম্যান তাপস কান্তিসহ ১০ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা করেন।