সুপ্রভাত ডেস্ক :
২০২০-২১ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৬ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলার ৮৫ টাকা ধরে) এর পরিমাণ ১৬ হাজার ৬৯৩ কোটি টাকা। তারপরও গত বছরের আগস্টের তুলনায় এবার রেমিট্যান্সে ২৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। তবে এর ঠিক আগের মাস জুলাইয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৬০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, জুনে ১৮৩ কোটি ৩০ লাখ ডলার ও মে মাসে ১৭৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা ইতিহাসের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে প্রবাসীরা ১৯৬ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৫১ কোটি ৯২ লাখ ডলার বা ২৬ দশমিক ৪৪ শতাংশ বেশি। ২০১৯ সালের আগস্ট মাসে ১৪৪ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। তবে এ বছরের আগস্টের এই রেমিট্যান্স এর আগের মাস জুলাইয়ের তুলনায় ৬৩ কোটি ৬১ লাখ মার্কিন ডলার কম।
এদিকে গত মে, জুন, জুলাই ও আগস্ট- এই চার মাসে প্রবাসীরা রেকর্ড রেমিট্যান্স পাঠানোর কারণে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। সবশেষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রথমবারের মতো ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়। এ নিয়ে গত তিন মাসে ছয় বার রিজার্ভ নতুন উচ্চতায় উন্নীত হলো।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমে বলেন, সরকারের নানা উদ্যোগের কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। রেমিট্যান্সের ওপর সরকারের ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করেছে। হুন্ডি বন্ধে বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সবকিছু মিলিয়ে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। খবর : ডেইলিবাংলাদেশ’র।
বিজনেস