চট্টগ্রামে করোনা
নিজস্ব প্রতিবেদক :
করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০৭ জন। গত শনিবার ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, শেভরন, আরটিআরএল, মা ও শিশু হাসপাতাল এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৫০০ নমুনার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ১০৭ জনের। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৭২৫ জন।
সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৮৩৩ নমুনার মধ্যে ১৭ জন করোনা পজিটিভ হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৪৬২ জনে ২৬ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১৬৩ জনে ৪৯ জন, আরটিআরএল ল্যাবে ২২ নমুনায় ৭ জন এবং মা ও শিশু হাসপাতালে ২০ জনে ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। অপরদিকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, শেভরন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে কোনো নমুনা রিপোর্ট ছিল না।
উল্লেখ্য, চট্টগ্রামে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনা আক্রান্ত ধীরে ধীরে বাড়তে থাকে। একসময় তা শতকের নিচে থাকলেও তা ধীরে ধীরে বেড়ে এখন ২০০ এর বেশি নিয়মিত হয়ে গেছে। কখনো কখনো তা ৩০০তে গিয়েও পৌঁছে।