চট্টগ্রামে করোনা
নিজস্ব প্রতিবেদক :
করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২২ জন। গত বৃহস্পতিবার ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, শেভরন, আরটিআরএল, মা ও শিশু হাসপাতাল এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৪৩২ নমুনার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ১২২ জনের। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৮৪ জন।
সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৭৩৮ নমুনার মধ্যে ১১ জন করোনা পজিটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৯ নমুনায় ১৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৭৩৮ জনে ১১ জন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৯ নমুনায় ১১ জন, শেভরনে ১০৬ জনে ২৩ জন, আরটিআরএল ল্যাবে ২৬ নমুনায় ১৩ জন এবং মা ও শিশু হাসপাতালে ১৯ জনে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১২০ জনের নমুনায় একজনের পজিটিভ পাওয়া গেছে।
উল্লেখ্য, চট্টগ্রামে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনা আক্রান্ত ধীরে ধীরে বাড়তে থাকে। একসময় তা শতকের নিচে থাকলেও তা ধীরে ধীরে বেড়ে এখন ২০০ এর বেশি নিয়মিত হয়ে গেছে। কখনো কখনো তা ৩০০তে গিয়েও পৌঁছে।