হেলাল হাফিজকে নিবেদিত কবিতা

শূন্যতার অধিক তুমি

আরিফ চৌধুরী

তোমাকে প্রার্থনা করে ফোটাই মাধুরি
ছবির মতো চোখ বুজলেই দেখতে পাই
তুমি আছো কাছে বসে
আলতো করে স্পর্শে আলোড়িত করে আমার ভূমি
স্বপ্ন জুড়ে রাঙিয়ে জীবনের পথ।
তোমার ছায়া উঠোন জুড়ে নিত্য চলাচল করে
দোলনাটা দুলে ওঠে শূন্যতায় একা
চাঁদ আলো ফেলে নির্জনে
পাতা ঝরার শব্দে দুপুর গড়ায়
কুয়াশার বিন্দু বিন্দু মিলনে শীতল করে মৃত্তিকা।
তোমার সৌন্দর্য গৌধুলি প্রহরে ডুব দেয়
দিনরাত্রির দৃষ্টি সীমানার অসীমতায়
নতজানু হই তোমার আশায়।
ছড়ানো ছিটানো সময়গুলো এক হলে
ভারী হয়ে আসে পাথুরে রাত
স্বপ্ন কল্পনার ছায়ারা দৃশ্যমান হলে
তুমি বিলীন হয়ে হারিয়ে যাও কোন সুদূরে।
অচেনা পায়ের শব্দে তবু জেগে উঠি
অলৌকিক পদশব্দে তুমি
মিলিয়ে যাও কোন রক্তিম আলোয়।

হেলাল-হেলেন

শওকত এয়াকুব

‘হেলাল’ কবিতা হয়ে তারায় মিশে গেলেন
বিরহকে সঙ্গী করে কবিতায় পেকম মেলেন,
হারানো আর নাপাওয়া সে এক ‘হেলেন’
কবিতার বিনিময়ে জীবনে কিই-বা পেলেন!