![ctg-muktadir-20210622163929](https://suprobhat.com/wp-content/uploads/2021/06/ctg-muktadir-20210622163929-696x363.jpg)
সুপ্রভাত ডেস্ক »
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবকে কেন্দ্র করে মিথ্যাচারের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাজিদুর রহমান ও সদস্য মোবারক উল্লাহসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের এস কে এম তোফায়েল হাসানের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। খবর ঢাকা পোস্টের।
বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন, আশরাফুল হাসান তপু, বোরহান উদ্দিন কাশেমী, মাওলানা আলী আজম, মাওলানা এরশাদুল্লাহ, মাওলানা জুনায়েদ কাশেমী, মাওলানা নোমান আল হাবিবী, মমিনুল হাসান তাজ, সোলেমান মোল্লা, এনামুল হক, খালেদ মোশাররফ, মো. জোবায়ের আহমদ, শাহরিয়ার আহমদ, হোসাইন আহমদ, মিজানুর রহমান সোহাগ ও মোহাম্মদ কাওছার। এছাড়াও মামলায় দেড় শতাধিক হেফাজত নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরে তাণ্ডব চালায়। এ সময় তারা সরকারি বেসরকারি ৫৭টি প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ভাঙচুর করে। পরে ৩১ মার্চ আসামিরা সংবাদ সম্মেলর করে এসব তাণ্ডবের জন্য বাদীকে দায়ী করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বাদীকে নিয়ে আসামিরা কুৎসা রটিয়েছেন। এ জন্য আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৭,২৮,২৯,৩১ এবং ৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।