সুপ্রভাত ডেস্ক :
কিংবদন্তি লেখক-নির্মাতা সত্যজিৎ রায়ের ফেলুদা তৈরি করছেন সৃজিত চ্যাটার্জি এমন কথা আগেই শোনা গিয়েছিল। এমনকি জানানো হয়েছিল এতে ফেলুদা হিসেবে থাকবেন টোটা রায় চৌধুরী। এবার সেই পরিকল্পনাই বাস্তবে রূপ দেওয়া হলো। খবর বাংলাট্রিবিউনের।
অবমুক্ত করা হলো সৃজিতের ফেলুদার প্রথম দর্শন। তাতেই যেন আরও বাড়লো উত্তেজনা। গত ৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রকাশিত করেন সৃজিত। আর তা দেখে অনেকেই বলছেন, এ যেন ঠিক বইয়ে পড়া ফেলুদা। পাঠক সেখানে যেই বর্ণনা পড়ে এসেছেন এখানেও ঠিক হুবহু একই চেহারা। কেউ কেউ লিখেছেন, ‘বইয়ের পাতায় ফেলুদাকে যেমনভাবে এঁকেছিলেন সত্যজিৎ রায়, হুবহু তার সঙ্গে মিল রয়েছে টোটার। সেই একই চাহনি, বেশভূষা।’
পূজার আগেই ওটিটি প্ল্যাটফর্মে আসবে ‘ফেলুদা ফেরত’ নামের এই সিরিজ। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘শুটিং লকডাউনের আগেই শেষ হয়ে গিয়েছিল। আর পোস্ট প্রোডাকশন যা কাজ রয়েছে তা ধীরগতিতে হলেও লকডাউনের পর শুরু হয়েছে। তাই পূজার আগেই সব কাজ শেষ করে ওয়েব সিরিজ রিলিজ সম্ভব।’
এই ওয়েব সিরিজে তোপসের চরিত্রে রয়েছেন কল্পন মিত্র। আর লালমোহন গাঙ্গুলির ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। ‘ফেলুদা ফেরত’-এ থাকছে ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কা- কাঠমা-ুতে’ এই দুই গল্প। ‘ছিন্নমস্তার অভিশাপ’ গল্পে ব্যারিস্টার মহেশ চৌধুরীর ভূমিকায় দেখা যাবে ধৃতিমান চট্টোপাধ্যায়কে। এছাড়া এই কাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বীরেন্দ্র কারান্ডিকারের ভূমিকায় রয়েছেন ঋষি কৌশিক।
বিনোদন